কোন শব্দ বা শব্দসমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে,
তখন সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বাগ্ধারা বা বাকরীতি বলা হয়।বাগধারা অতীতকালের সামাজিক সাংস্কৃতিক ঘটনার স্মারক।
কলির সন্ধ্যা : দুর্দিনের সূত্রপাত হওয়া
কাঁচা বাঁশে ঘুণ ধরা: অল্প বয়সে বিগড়ানো
কাঁঠালের আমসত্ত্ব : অসম্ভব বস্তু / ব্যাপার কৈ মাছের প্রাণ : দীর্ঘজীবী / যা সহজে মরে না কত ধানে কত চাল : টের পাওয়ানো
কান ভারী করা : কুপরামর্শ দেওয়া
কুরুক্ষেত্রের কাণ্ড : মহাকলহ / তুলকালাম
কথা কাটাকাটি করা : বাদ-প্রতিবাদ করা
কোলে পিঠে মানুষ করা লালন পালন করা
কিল খেয়ে কিল চুরি : অপমান সয়ে চুপ থাকা
কুলে কালি দেয়া : বংশে কলঙ্ক আনা
কুম্ভকর্ণের ঘুম / নিদ্রা : দীর্ঘদিনের আলস্য
কাকতালীয় ব্যাপার : কার্যকরণহীন ঘটনা
কানে তোলা : কোনো কথা উত্থাপন করা
কমলি ছাড়ে না : নাছোড়বান্দার পাল্লায় পড়া
কাঁচা ধানে মই দেয়া : তৈরি জিনিস নষ্ট করা
ক-অক্ষর গোমাংস: অশিক্ষিত ব্যক্তি/বর্ণ পরিচয়হীন কাঁটা দিয়ে কাঁটা তোলা : শত্রু দিয়ে শত্রু নিধন
কিলিয়ে কাঁঠাল পাকানো : অসম্ভবকে সম্ভব করা
কড়িকাঠ গনা : কাজ না করে কালহরণ কিল খেয়ে কিল হজম : অপমান গোপন করা
কচকচি/কচকচানি : তর্ক-বিতর্ক / বাদ-প্রতিবাদ
এরকম A টু Z সকল বাগধারা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। নিচের লিংকে গিয়ে লাল দাগ দেওয়ার জন্য এ ক্লিক করুন


No comments:
Post a Comment