Search This Blog

Tuesday, February 21, 2023

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

 


২১/০২/২০২৩

অনলাইন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি। 

#ধাপসমূহ : 

👉 ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে প্রথমেই নিচের লিংকে প্রবেশ করতে হবে। 

➡️ লিংক :  http://180.211.137.51/


👉 এরপর একটি উইন্ডো আসবে। সেখান থেকে পর্যায়ক্রমে নিচের তথ্যগুলো পূরণ করতে হবে। 

১. রোল নাম্বার অনুসারে একক ফলাফল নির্বাচন করুন।

২. পরীক্ষার নাম : প্রাথমিক শিক্ষা সমাপনী নির্বাচন করুন।

৩. পরীক্ষার সন : ২০২২ নির্বাচন করুন।

৪. বিভাগ : শিক্ষার্থীর বিভাগ নির্বাচন করুন।

৫. জেলা : শিক্ষার্থীর জেলা নির্বাচন করুন।

৬. উপজেলা/থানা : শিক্ষার্থীর উপজেলা বা থানা নির্বাচন করুন।

৭. রোল নাম্বার : বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র থেকে রোল নাম্বার দিয়ে সমর্পন করুন। এরপর ফলাফল প্রদর্শিত হবে।


👉 উপরে উল্লেখিত পদ্ধতিতে ২০২২ সালের  প্রাথমিক বৃত্তি পরীক্ষার একক ফলাফল অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া বিদ্যালয়ের পুরো ফলাফলও এভাবে সংগ্রহ করা যাবে। সেজন্য লিংকে প্রবেশের পর যে উইন্ডো আসবে, তাতে বিদ্যালয় ভিত্তিক ফলাফল নির্বাচন করে ধাপে ধাপে তথ্য পূরণ করতে হবে। 


#বিশেষ_দ্রষ্টব্য : প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে।

 রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

Wednesday, February 1, 2023

গুরুত্বপূর্ণ সকল বাগধারা এক ফাইলেই পাবেন নিচে ডাউনলোড লিংক আছে ডাউনলোড করুন

 



কোন শব্দ বা শব্দসমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে,

তখন সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে বাগ্‌ধারা বা বাকরীতি বলা হয়।বাগধারা অতীতকালের সামাজিক সাংস্কৃতিক ঘটনার স্মারক। 


কলির সন্ধ্যা : দুর্দিনের সূত্রপাত হওয়া 

কাঁচা বাঁশে ঘুণ ধরা: অল্প বয়সে বিগড়ানো 

কাঁঠালের আমসত্ত্ব : অসম্ভব বস্তু / ব্যাপার কৈ মাছের প্রাণ : দীর্ঘজীবী / যা সহজে মরে না কত ধানে কত চাল : টের পাওয়ানো 

কান ভারী করা : কুপরামর্শ দেওয়া 

কুরুক্ষেত্রের কাণ্ড : মহাকলহ / তুলকালাম 

কথা কাটাকাটি করা : বাদ-প্রতিবাদ করা 

কোলে পিঠে মানুষ করা লালন পালন করা 

কিল খেয়ে কিল চুরি : অপমান সয়ে চুপ থাকা 

কুলে কালি দেয়া : বংশে কলঙ্ক আনা 

কুম্ভকর্ণের ঘুম / নিদ্রা : দীর্ঘদিনের আলস্য 

কাকতালীয় ব্যাপার : কার্যকরণহীন ঘটনা 

কানে তোলা : কোনো কথা উত্থাপন করা 

কমলি ছাড়ে না : নাছোড়বান্দার পাল্লায় পড়া 

কাঁচা ধানে মই দেয়া : তৈরি জিনিস নষ্ট করা 

ক-অক্ষর গোমাংস: অশিক্ষিত ব্যক্তি/বর্ণ পরিচয়হীন কাঁটা দিয়ে কাঁটা তোলা : শত্রু দিয়ে শত্রু নিধন 

কিলিয়ে কাঁঠাল পাকানো : অসম্ভবকে সম্ভব করা 

কড়িকাঠ গনা : কাজ না করে কালহরণ কিল খেয়ে কিল হজম : অপমান গোপন করা 

কচকচি/কচকচানি : তর্ক-বিতর্ক / বাদ-প্রতিবাদ 

এরকম A টু Z সকল বাগধারা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। নিচের লিংকে গিয়ে লাল দাগ দেওয়ার জন্য এ ক্লিক করুন

Download Here

Tuesday, January 31, 2023

বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ৬০টি প্রশ্নোত্তর

 বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ৬০টি প্রশ্নোত্তর:


১। জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে? --- ২ ফেব্রুয়ারি

২। বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা কতজন ? -- ৫ জন

৩। বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতাধর দেশ হয়? -- ৪১  তম

৪। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? -- যুক্তরাজ্য ( লন্ডন ভিত্তিক ) 

৫। বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যোগদান করে? --৩২  তম 

৬। বঙ্গবন্ধু-১  স্যাটেলাইট স্থাপন করা হয় কত ডিগ্রী দ্রাঘিমা রেখায়? -- 119.1 ডিগ্রী

৭। কত সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে?-- ২০১৬  সালে 

৮। জাতীয় ভোটার দিবস কবে ? --- ২  মার্চ 

৯। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের সংখ্যা কত? -- ৫৩৮ টি

১০। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা ? --যুক্তরাষ্ট্রের 

১১। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? -- লন টেনিস 

১২। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?--  নিউইয়র্কে 

১৩। বিশ্ব পানি দিবস কবে ? --২২ মার্চ 

১৪।জাতিসংঘের কার্যকরী পরিষদ কোনটি ?--নিরাপত্তা পরিষদ

১৫। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন?--আব্দুস সাত্তার 

১৬। কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়?-- 17 জানুয়ারি 1972 

১৭। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি “ধীরে বহে মেঘনা” চলচ্চিত্রের নির্মাতা কে?--আলমগীর কবির

১৮।বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কত তারিখে মারা যান?-- ১৮ এপ্রিল, ১৯৭১

১৯।রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নাম কি?-- রক্ত সোপান

২০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?-- ১৯৬১ সালে

২১। বাংলাদেশ পরিবার পরিকল্পনা চালু হয় কত সালে?-- ১৯৭৬ সালে 

২২। প্রাচীন নগরী পালমিরা কোন দেশ অবস্থিত?-- সিরিয়া

২৩। কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয়?- ২০১১সালে 

২৪।সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে?-- ৯৩  নম্বর 

২৫। বার্লিন দেয়াল নির্মিত হয় কত সালে?-- ১৯৬১ সালে

২৬। পেরেস্ত্রইকা ও গ্লাসনস্ত এই ধারণার জনক কে ?-- মিখাইল গর্বাচেভ

২৭। একনায়ক নিকোলাই চসেস্কু দেশের প্রেসিডেন্ট ছিলেন?--  রোমানিয়া

২৮। হাইল হাওর কোন জেলায় অবস্থিত?-- মৌলভীবাজার 

২৯। শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় কবে?-- ২৮ মার্চ, ১৯৭১

৩০। ময়মনসিংহ জেলার পূর্বনাম কি?-- নাসিরাবাদ

৩১। বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় কবে?--১৪ মার্চ, ২০১২

৩২। বাংলাদেশের মোট সীমানা কত ?-- ৫১৩৮ কিলোমিটার

৩৩। “ অপরাজেয় বাংলা” ভাস্কর্যের ভাস্কর কে?-- সৈয়দ আব্দুল্লাহ খালেদ

৩৪। মুক্তিযুদ্ধের ভাস্কর্য “অঙ্গীকার” কোথায় অবস্থিত?-- চাঁদপুরে 

৩৫। “পলাশী থেকে ধানমন্ডি”  চলচ্চিত্রের পরিচালক কে?--আবদুল গাফ্ফার চৌধুরী 

৩৬। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?-- ১৬ ডিসেম্বর, ১৯৮২ 

৩৭। ঢাকার মিরপুরে শহীদ “বুদ্ধিজীবী স্মৃতিসৌধের” স্থপতি কে?-- মোস্তফা হারুন কুদ্দুস 

৩৮। রায়ের বাজারের “বধ্যভূমি স্মৃতিসৌধ” এর নকশাকার কে?-- ফরিদ উদ্দিন আহমেদ এবং জামি আল সাফি 

৩৯। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?-- ২২ মার্চ, ১৯৯৬

৪০।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে?--নিকোলাই পদগর্নি 

৪১। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?-- খন্দকার মোশতাক আহমেদ 

৪২। মার্কিন সাময়িকী নিউজউইক কবে বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয়?-- ৫ এপ্রিল, ১৯৭১

৪৩। নিউজউইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয় ?--নোবেল জেঙ্কিস

৪৪। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন কবে?-- ২৩মার্চ, ১৯৬৬

৪৫। ছয় দফা দিবস পালন করা হয় কত তারিখে?-- ৭ জুন

৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?-- ৩ জানুয়ারি, ১৯৬৮

৪৭। বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরন করেন?-- ৫ ডিসেম্বর, ১৯৬৯

৪৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন?-- ২২ মার্চ,১৯৭৫

৪৯। সুপ্রিম কোর্ট কবে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে  ঘোষণা করেন?-- ২০০৯ সালে 

৫০। বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক দেন?-- ২৩ মে, ১৯৭৩

৫১। ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য  হিসেবে স্বীকৃতি দেয়?- ৩০ অক্টোবর,২০১৭

৫২। “যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা” কবিতাটি কোন কবির রচনা?--কবি অন্নদাশঙ্কর রায়

৫৩। বিখ্যাত কবিতা “বঙ্গবন্ধু” এর রচয়িতা কে?-- পল্লীকবি জসীমউদ্দীন 

৫৪। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক “মহামানবের দেশে” এর নির্মাতা কে?-- মান্নান হীরা 

৫৫। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটির গীতিকার কে?-- হাসান মতিউর রহমান 

৫৬। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?-- আব্দুল জব্বার

৫৭। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ?-- ১৯৩৬ সালে

৫৮। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?-- ৪১ নম্বর অনুচ্ছেদে

৫৯। লাহোর প্রস্তাব কবে করা হয়?-- ১৯৪০  সালের ২৩ মার্চ 

৬০। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে?-- মৃণাল হক

Friday, January 27, 2023

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 


* বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে


উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

*নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তরঃ ক্রিস হিপকিনস

*দেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং সুপার অ্যাপ 'আস্থা লাইফস্টাইল' চালু করেছে কোন ব্যাংক?

উত্তরঃ ব্র্যাক ব্যাংক

*বঙ্গবন্ধুবিষয়ক গবেষণার জন্য বাংলা সাহিত্য পুরস্কার-২০২২ পাচ্ছেন কে? উত্তরঃ সুভাষ সিংহ রায়

*'ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)' এর বর্তমান সদস্য কত? উত্তরঃ ১৮৩ টি
*বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ কতজনকে দেওয়া হয়েছে?

উত্তরঃ ১৫জন

*চীন তিন সন্তান নীতি চালু করে কবে?

উত্তরঃ ২০২১ সালে

*সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় কবে?

উত্তরঃ ২৪ জানুয়ারি, ২০২৩

*'ওপেনএআই (OpenAl)' কোন দেশভিত্তিক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান? উত্তরঃ যুক্তরাষ্ট্র

*ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাদের উদ্যোগে আয়োজিত হয়? উত্তরঃ বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো

*মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণার জন্য বাংলা সাহিত্য পুরস্কার-২০২২ পাচ্ছেন কে? উত্তরঃ মুহাম্মদ শামসুল হক

*বর্তমানে বাংলাদেশের কয়টি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে? উত্তরঃ ১৮৩ টি

*সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কোন মাছকে নিষিদ্ধ করে চূড়ান্ত প্রজ্ঞাপন করেছে?

উত্তরঃ সাকার মাছ
*বর্তমানে কমনওয়েলথের প্রধান কে? উত্তরঃ রাজা তৃতীয় চালর্স ।

*AUKUS জোটের সদস্য দেশগুলো হলো- উত্তরঃ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র

*বিশ্বের চতুর্থ বৃহত্তম খননযন্ত্রের নাম কী? উত্তরঃ ক্যাসিওপিয়া ফাইভ

*বির' কোন দেশের মুদ্রা ? উত্তরঃ ইথিওপিয়া

*তুরস্কে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে?

উত্তরঃ ১৪ মে ২০২৩ সালে

* সম্প্রতি বাংলাদেশের কোন কোম্পানি দক্ষিণ এশিয়ার শীর্ষ কনটেইনার জাহাজ কোম্পানির তালিকায় ঠাঁই পেয়েছে?

উত্তরঃ এইচআর লাইনস

* গড় অনুপাতে বিশ্বের সর্বোচ্চ বয়স্ক মানুষের দেশ। ৬. AUKUS জোটের সদস্য দেশগুলো হলো- কোনটি?

উত্তরঃ ম্যাকাও

* বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ আছে কোন দেশে? উত্তরঃ জাপান
*ভোলায় আবিষ্কৃত দ্বিতীয় গ্যাসক্ষেত্র 'ভোলা নর্থ-২' এর ঠিকাদার প্রতিষ্ঠানের নাম কী

উত্তরঃ গ্যাজপ্রম (রাশিয়া)

*সম্প্রতি কোন দেশ ফরাসি সেনাদের তাদের ভূমি ত্যাগের নির্দেশ দিয়েছে?

উত্তরঃ বুরকিনা ফাসো (পশ্চিম আফ্রিকার দেশ)

* তথ্যপ্রযুক্তি জগতে শীর্ষস্থানীয় দেশ কোনটি? উত্তরঃ ভারত

*ঢাকা আন্তর্জাতিক চলচিত্র উৎসব-২০২৩ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? উত্তরঃ সাতাঁও

* ইউক্রেনকে জার্মানির লেপার্ড ট্যাংক দিচ্ছে কোন দেশ? উত্তরঃ পোল্যান্ড

*'আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় কত তারিখে?

উত্তরঃ ২৪ জানুয়ারি

Thursday, January 26, 2023

 যে একা সেই সামান্য, যার ঐক্য নাই সে তুচ্ছ , Je aka se sammano, Jar Oiko nai se tutcho

☆☆ ভাব-সম্প্রসারণ করুন: “যে একা সেই সামান্য, যার ঐক্য নাই সে তুচ্ছ।” 


উত্তর:☆☆✅

মানুষ সামাজিক জীব। প্রতিনিয়তই তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। পৃথিবীতে যে ব্যক্তি একা সে নিঃসঙ্গ এবং অসহায়। মানসিক দিক দিয়ে সে খুব দুর্বল। কঠিন কাজ করতে গিয়ে সে ভেঙ্গে পড়ে। বড় ও বেশি কাজ দেখে একাকী মানুষ ভয় পায়। কাজের স্পৃহা হারিয়ে ফেলে। নিঃসঙ্গ মানুষকে হতাশা আষ্টে-পৃষ্ঠে জরিয়ে রাখে। মানুষের জীবন সংগ্রামময়। নিঃসঙ্গ মানুষ জীবন সংগ্রামে জয়ী হতে পারে না। একাকী মানুষের শক্তি প্রতিকূলতার কাছে তুচ্ছ। আজকের আধুনিক বিশ্বজগতের পেছনে রয়েছে মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। প্রাচীনকাল থেকে মানুষ নিজের অত্বিকে টিকিয়ে রাখার জন্য বেছে নিয়েছে ঐক্যবদ্ধ জীবন। সংঘবদ্ধভাবে কাজ করলে অনেক কঠিন কাজ সহজ, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। সমড় বৃহৎ ও স্মরণীয় কাজের পেছনে রয়েছে সংঘবদ্ধ মানুষের অক্লান্ড প্রচেষ্টা। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেমন মহাদেশ গড়ে তোলে, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির সমন্বয়ে গড়ে ওঠে বৃহত্তর সংঘবদ্ধ কর্ম-শক্তি। যেখানে ঐক্য নেই, সেখানে ব্যর্থতা লুকায়িত থাকে। নিঃসঙ্গ মানুষ জীবন সংগ্রামে চলতে পারে না। পৃথিবীতে অতিক্ষুদ্র প্রাণী পিঁপড়া মৌমাছির মধ্যে ঐক্যবদ্ধতার যে রূপ আমরা দেখি তা অতুলনীয়। কথায় আছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশজনে মিলে কাজ করে ব্যর্থ হলেও তাতে কষ্ট লাগে না, নতুন উদ্যমে পুনরায় কাজ শুরু করা যায়। সংঘবদ্ধ শক্তি জাতীয় জীবনের উন্নয়নে বিরাট অবদান রাখে। সংঘবদ্ধ শক্তি অজেয়কে জয় করে। সমগ্র বাঙালি জাতির মধ্যে একতা ছিল বলেই আমরা বাংলাভাষাকে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। এবং মুক্তিযুদ্ধে জয়ী হয়ে বাংলাদেশকে পেয়েছি। ঐক্যের কারণেই পৃথিবীর বড় বড় আন্দোলনগুলো সংঘটিত হয়েছে এবং নির্যাতিত, শোষিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পেয়েছে। জাতীয় জীবনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উন্নতির জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত জীবনে একতা বজায় রেখে কাজ করতে হবে এবং জাতিকে সামনে এগিয়ে নিতে হবে।

নিঃসঙ্গ নয়, ঐক্যবদ্ধ জীবনই মানুষের কাম্য। একটি সফল ও সুন্দর জীবনের জন্য ঐক্যবদ্ধতার বিকল্প আর কিছু নেই কারণ ঐক্যই অপরাজেয় শক্তি।